‘প্রার্থী বাছাইয়ের পর প্রচারণায় থাকবে লেভেল প্লেয়িং ফিল্ড’
১৫ নভেম্বর ২০২৩ ২৩:১৫
ঢাকা: নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ের পর প্রচারণামূলক কাজে ক্ষেত্রে সমতল অবস্থান প্রস্তুতে আইনগতভাবে দায়বদ্ধ কমিশন।
বুধবার (১৫ নভেম্বর)দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব এ কথা বলেন।
একটি রাজনৈতিক দলের অফিস তালা, তারা সভা-সমাবেশ করতে পারছেন না। বিপরীতে আরেকটি রাজনৈতিক দল সারাদেশে সভা-সমাবেশ করে বেড়াচ্ছেন। এতে করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি না? জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘তফসিল অনুযায়ী যেসব রাজনৈতিক দল নির্দিষ্ট সময়ের ভেতর তাদের পদপ্রার্থিতা ঘোষণা করবেন, নমিনেশন দাখিল করবেন, বাছাইয়ে উত্তীর্ণ হবেন, যখন প্রচারণায় যাবেন, তখন তাদের সবধরনের সমতল অবস্থা প্রতিষ্ঠার জন্য নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন সেই দায়িত্ব গ্রহণ করেছে।’
তফসিল ঘোষণার পর থেকে লেভেল প্লেয়িং ফিল্ড হওয়ার বিধান রয়েছে? এমন প্রশ্নের তিনি বলেন, ‘যারা পদপ্রার্থী হিসাবে বাছাইয়ে উত্তীর্ণ হবেন, তখন তাদের প্রচারণামূলক কাজের ক্ষেত্রে আমরা সমতল অবস্থান প্রস্তুত করতে আইনগতভাবে দায়বদ্ধ।’
বিএনপিসহ যেসব রাজনৈতিক দল নির্বাচনের না আসার ঘোষণা দিয়েছেন, তাদের বিষয়ে কমিশনে কোন আলোচনা হয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘এ বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার বর্হ্ভিূত। তাই আজকের কমিশন সভায় এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।’
এর আগে, চারবার পুনঃতফসিল ঘোষণা করা হয়েছে, এবার অবরোধ চলছে, এই অবস্থায় পুনঃতফসিলের কোনো সম্ভাবনা আছে কিনা? জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘ভবিষ্য কী হবে সেই প্রশ্নের উত্তর আপনি খুঁজে দিতে পারেন।’
ইসি সচিব বলেন, ‘নির্বাচনের অনেকগুলো ধাপ আছে। সব কার্যক্রম ধাপে ধাপে নেওয়া হয়। এখন আপনারা নির্বাচন সময়কালীনের কথা বলছেন। কিন্তু এখন হলো নির্বাচন পূর্বকালীন। সুতরাং, তফসিল ঘোষণা থেকে নির্বাচন পর্যন্ত যখন যে ধাপে যেটা প্রয়োজন হবে নির্বাচন কমিশন তখন সে কার্যক্রম গ্রহণ করবে এবং আপনাদের অবহিত করবে।’
জাহাংগীর আলম বলেন, ‘নির্বাচন কার্যক্রমের সঙ্গে প্রায় ১ থেকে ১৮টি বিভিন্ন নির্দেশনামূলক পরিপত্র জারি করতে হয়। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। সেগুলো কখন কীভাবে জারি করতে হবে, কীভাবে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ তাদের দায়িত্ব পালন করবেন। আমাদের জুডিশিয়ার ম্যাজিস্ট্রেটগণ কীভাবে দায়িত্ব পালন করবেন। এই সমস্ত বিষয়ে কমিশন আমাদের নির্দেশনা দিয়েছেন। তার আলোকে আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী কার্যক্রম গ্রহণ করব।’
সারাবাংলা/জিএস/পিটিএম