Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গীতে চলন্ত পিকআপে আগুন, চালক দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৩ ০০:২০

গাজীপুর: টঙ্গীতে চলন্ত পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৫ নভেম্বর) রাত ৯ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী পূর্ব থানাধীন হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পিকআপটি গাজীপুর থেকে মালামাল বোঝাই করে ঢাকার দিকে যাচ্ছিল। পথে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় পৌঁছলে মালামাল বোঝাই পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া দিলে ঘটনাস্থল থেকে তারা পালিয়ে যায়। পরে, স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় পিকআপে থাকা ফয়েল পেপার ও গাড়ির কিছু অংশ পুড়ে যায়। তখন আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন পিকআপের চালক আব্দুল বারেক।

বিজ্ঞাপন

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘রাত ৯টার দিকে দুর্বৃত্তরা পিকআপে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আমরা তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা করছি। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/পিটিএম

টঙ্গী পিকআপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর