Friday 01 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সবাই নির্বাচনে আসুন, একা ক্ষমতায় যেতে চাই না’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৩ ১৩:৪৫ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৩ ১৪:১৫

ঢাকা: বিএনপিসহ অন্যান্য দলগুলোকে নির্বাচনে আসার অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা সবাইকে নিয়ে নির্বাচন করতে চাই। নির্বাচনি লড়াইটা অতিক্রম করতে চাই। একা ক্ষমতায় যেতে চাই না। তাই সরকারি দল হিসেবে আমরা অনুরোধ করছি, নির্বাচনে আসুন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে নির্বাচনের তফসিল নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে আসার জন্য আমরা সবাইকে স্বাগত জানাবো। কাউকে নির্বাচনের পথে নিরুৎসাহিত করবো না। ইভেন বিএনপিও যদি তাদের মত পরিবর্তন করে নির্বাচনে আসে, ওয়েলকাম।

বিজ্ঞাপন

বিএনপি ও তার সমমনা রাজনৈতিক দলগুলোর উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এখন আর কিছু নাই। জাতীয় নির্বাচনের নির্ঘণ্ট ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে। এখন আর কি দিয়ে আন্দোলন? নেতা নেই, আছে ওই যে আবাসিক প্রতিনিধি (রুহুল কবির রিজভী)। আবাসিক প্রতিনিধি আবার আবাস নেই। হঠাৎ হঠাৎ গোপন গুহা থেকে বের হয়। নেত্রী একদিন বলছিলেন একজন অফিসারকে দরকার নাই। একজন আছে বলুক। একজন আছে বলুক যা খুশি বলুক। বলা তো লাগবে? বিরোধী কণ্ঠ লাগবে না? তাকে ধরার এমন কোন জোর চেষ্টা সরকারের পক্ষ থেকে করা হয়নি। সেজন্য এখন খুব লাফালাফি করছে। হঠাৎ দেখি ডেমরা রাস্তায় সঙ্গে পাঁচ থেকে সাতজন। কোথাও কোথাও ১০ থেকে ১২জন। এই করে করে আন্দোলন করছে। আন্দোলনের নামে একটা প্রহসন। এই করে কিছুই হবে না। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে।

ওবায়দুল কাদের বলেন, আমরা সবাইকে নিয়ে নির্বাচন করতে চাই। সবাই আসুক, আমরা একা ক্ষমতায় যেতে চাই না। সবাইকে নিয়ে আমরা নির্বাচনি লড়াই অতিক্রম করতে চাই। এজন্য যারা চিন্তা করছে আমরা শুধুমাত্র নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য নিজেরা নির্বাচনের নির্ঘণ্ট নির্বাচন কমিশনকে দিয়ে উৎসাহিত করেছি। একথা মোটেও ঠিক না।

তিনি বলেন, নির্বাচন সংবিধানের বাইরে যাওয়ার কোন উপায় নেই। নির্বাচন কমিশন এর বাইরে গিয়ে কি করবে? নির্বাচন কমিশন সাংবিধানিক বাধ্যকতা মেনেই নির্বাচনের তারিখ ঘোষণা করেছে।

ওবায়দুল কাদের বলেন, আমি সবাইকে আহবান জানাব, সময় আছে অংশ নিন। সরকারি দল হিসেবে আপনাদেরকে অনুরোধ করছি কারো জন্য কোনো বাধা নেই। যারা আমাদের দিনরাত গালিগালাজ করেছেন। যারা আমাদেরকে কখনও বঙ্গোপসাগর, কখনও কর্ণফুলী, কখনও বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আমাদেরকে ডুবিয়েছিলেন; তাদেরকেও বলব নির্বাচনে আসুন। আপনাদের জন্য নির্বাচনের দরজা এখনও বন্ধ হয়নি। আমরা স্বাগত জানাব। ইভেন বিএনপিও যদি তাদের মত পরিবর্তন করে নির্বাচনে আসে ওয়েলকাম। আমরা কাউকে নির্বাচনের পথে নিরুৎসাহিত করবো না।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, কাজী জাফরুল্লাহ, মোস্তফা জালাল মহিউদ্দিন জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, উপদফতর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/এনইউ

আওয়ামী লীগ ওবায়দুল কাদের জাতীয়-নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর