২০২২-২৩ অর্থবছরে বিএসসির লাভ ২৪৭ কোটি টাকা
১৬ নভেম্বর ২০২৩ ১৩:৫৯
চট্টগ্রাম ব্যুরো: ২০২২-২৩ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ২৪৬ কোটি ২৯ লাখ টাকা লাভ করেছে। শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ হারে লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ’র মোহনা হলরুমে বিএসসির ৪৬তম বার্ষিক সাধারণ সভায় এ তথ্য দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএসসি চেয়ারম্যান ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘২০১৮-১৯ সালে বিএসসির বহরে ৬টি নতুন জাহাজ যুক্ত হয়েছে। আরও ৪টি নতুন জাহাজ সংযোজনের প্রক্রিয়া চলমান আছে। বিএসসি নিজস্ব অর্থে জাহাজ কেনার পরিকল্পনা নিয়েছে। কক্সবাজারের মাতারবাড়িতে ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ হচ্ছে। কয়লা, এলএনজি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল পরিবহন ছাড়াও রাষ্ট্রীয় প্রয়োজন ও আর্থিক লাভ বিবেচনায় বিভিন্ন ধরনের জাহাজ কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে।’
নৌ পরিবহন খাতে বিভিন্ন অগ্রগতির তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। গভীর সমুদ্র বন্দরের চ্যানেল উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল উদ্বোধন করা হয়েছে। বে-টার্মিনালের মাস্টারপ্ল্যানের কার্যক্রম শুরু হয়েছে। পায়রা ও মোংলা বন্দরের আপগ্রেডেশন কাজ চলমান রয়েছে।’
সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মো. জিয়াউল হক বক্তব্য দেন।
সারাবাংলা/আরডি/এনএস
নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বাংলাদেশ শিপিং করপোরেশন বিএসসি