Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্র-চীনের সামরিক যোগাযোগ চালু

আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর ২০২৩ ১৪:৫৮

ক্রমবর্ধমান উত্তেজনা হ্রাসের প্রয়াসে সামরিক যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠায় রাজি হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র। বুধবার (১৫ নভেম্বর) দুই দেশের প্রেসিডেন্ট জো বাইডেন ও শি জিনপিং এক শীর্ষ বৈঠকে এ ব্যাপারে সম্মত হন।

বুধবার (১৫ নভেম্বর)  সান ফ্রান্সিসকোর কাছে একটি ঐতিহাসিক কান্ট্রি এস্টেটে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে জো বাইডেন বলেন, আমরা সরাসরি, খোলামেলা ও স্পষ্ট যোগাযোগে ফিরে এসেছি।

বিজ্ঞাপন

জো বাইডেন আরও জানান, বৈঠকে উভয় নেতা একে অপরের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনেও সম্মত হয়েছেন।

জো বাইডেন ২০২১ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর এটি শি জিনপিংয়ের সঙ্গে তার দ্বিতীয় সরাসরি বৈঠক।

চলতি বছরের শুরুতে দুই ক্ষমতাধর দেশের সম্পর্কে ব্যাপক অবনতি ঘটে। যুক্তরাষ্ট্রের আকাশে চীনের নজরদারি বেলুন উড়ে আসার পর সম্পর্ক তলানিতে নামে।

এর আগে, গত বছরে মার্কিন প্রতিনিধি পরিষদের তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের জেরে দুই দেশের মধ্যে সামরিক যোগাযোগ বন্ধ করে দেয় চীন।

সারাবাংলা/আইই

জো বাইডেন শি জিনপিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর