Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভোটের ৪ দিন আগেই ব্যালট যাবে জেলায়’

স্পেশাল করেসপন্ডেনট
১৬ নভেম্বর ২০২৩ ১৫:৪৬

মো. জাহাংগীর আলম, ছবি: সারাবাংলা

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের দিন সকালে নয়, চারদিন আগেই জেলায় জেলায় ব্যালট যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশন ভবনে ভোটের মাঠে ব্যালট পেপার পাঠানোর বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে ইসি সচিব এ কথা বলেন।

জাহাংগীর আলম বলেন, গতকালকেই বলেছি ব্যালট পেপার ছাপানো হবে প্রতীক বরাদ্দের পর থেকে। জেলা পর্যায়ে চলে যাবে নির্বাচনের তিন-চারদিন আগে। পরে ওই সময় কমিশন যে পরিপত্র জারি করবে তখন বিষয়টি উল্লেখ থাকবে। তবে নির্বাচনে যাতে ব্যালটের কোনো রকম অপব্যবহার না হয়, সেজন্য ইসি এই কৌশল অবলম্বন করতে পারে বলে জানান তিনি।

এই বিষয়ে প্রশ্ন করা হলে ইসি সচিব বলেন, ‘ভোটের মাঠে ব্যালট পেপার কখন যাবে এই বিষয়টি নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।’

ভোটের সকালে যাওয়া প্রসঙ্গে জাহাংগীর আলম বলেন, ‘এই বিষয়ে সিদ্ধান্তের ব্যাপারে কমিশন এখনো অবহিত করেনি।’

সারাবাংলা/জিএস/এনএস

টপ নিউজ দ্বাদশ জাতীয় নির্বাচন নির্বাচন কমিশন মো. জাহাংগীর আলম