Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম আলো সম্পাদকের মামলায় প্রতিবেদন ২৭ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৩ ১৫:৫৫

ঢাকা: দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে রমনা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ২৭ ডিসেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ঢাকার অ্যাডিশনাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত প্রতিবেদন দাখিলের এ তারিখ ধার্য করেন।

এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল। কিন্তু এদিন পুলিশ প্রতিবেদন দাখিল করেনি। এ জন্য বিচারক নতুন করে এই তারিখ ধার্য করেন।

প্রথম আলো সম্পাদকের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার এ তথ্য জানান। এদিন প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান আদালতে হাজিরা দেন।

জানা গেছে, গত ২৯ মার্চ রাতে রমনা থানায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করেন আইনজীবী আবদুল মালেক। মামলায় পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস ও ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হয়। মামলায় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ আনেন বাদী আব্দুল মালেক।

সারাবাংলা/এআই/ইআ

প্রথম আলো মতিউর রহমান

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর