কক্সবাজার: জেলার চকরিয়ায় মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় সোয়াদুল ওমাম (৩৩) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার ডুলাহাজারা পাগলিরবিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোয়াদুল ওমাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার শাহাজান চৌধুরীর ছেলে। তিনি চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ছিলেন।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ‘কক্সবাজারগামী যাত্রীবাহী একটি মাইক্রোবাসকে চট্টগ্রামগামী একটি মিনি ট্রাক ধাক্কা দেয়। এতে সোয়াদুল ওমাম নামে এক চিকিৎসক নিহত হন। ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে।’
এদিকে ডা. সোয়াদুল ওমামের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।