গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপির ১০ নেতাকর্মীর কারাদণ্ড
স্টাফ করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৩ ১৭:৪০
১৬ নভেম্বর ২০২৩ ১৭:৪০
ঢাকা: রাজধানীর শ্যামপুরে পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপির ১০ নেতাকর্মীকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহর আদালত এ রায় দেন। পাশাপাশি পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায় আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- জামাল হোসেন, সাইফুল ইসলাম, সালাহ উদ্দিন, সালাউদ্দিন, মোহাম্মদ আকাশ, মো. সুজন, কামরুজ্জামান, কাজল, হাফিজ ও জাকির হোসেন।
রায় ঘোষণার আসামিরা পলাতক ছিলেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
২০১৩ সালের নভেম্বর মাসে পুলিশের গাড়ি ভাঙচুরসহ নাশকতার অভিযোগে দণ্ডবিধির ৩৫৩ ধারায় মামলাটি দায়ের করা হয়।
সারাবাংলা/এআই/এনইউ