Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাত ১২টায় ঘূর্ণিঝড়ে রূপ নেবে ‘মিথিলি’, ঝুঁকিতে ১১ জেলা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৩ ১৮:৩২

প্রতীকী ছবি

ঢাকা: বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার পর থেকে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এই ঘূর্ণিঝড়ে দেশের উপকূলের ১১ জেলা ক্ষতি হতে পারে এক জরুরি সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

আবহাওয়ার এ পরিস্থিতি তুলে ধরে বৃহস্পতিবার (১৬ নভেম্বর ) বিকেলে জরুরি সংবাদ ব্রিফিং করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বুধবার (১৫ নভেম্বর) নিম্নচাপে পরিণত হয়েছে। আজ তা গভীর নিম্নচাপে পরিণত হয় এবং এটি রাত ১২টা থেকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানান, এটি দেশের ১১টি উপকূলীয় অঞ্চলের ১১টি জেলায় আঘাত হানার আশঙ্কা রয়েছে।

তিনি জানান, ঘূর্ণিঝড়টি শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার মধ্যে উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টির নাম হবে ‘মিধিলি’।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানান, এটি দেশের ১১টি উপকূলীয় অঞ্চলের ১১টি জেলায় আঘাত হানার আশঙ্কা রয়েছে। এরমধ্যে রয়েছে সাতক্ষীরা,বাগেরহাট, খুলনা, পিরোজপুর,পটুয়াখালী, ভোলা, বরগুনা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম। বাতাসের গতিবেগ থাকবে ৬৪ কিলোমিটার থেকে ৮৮ কিলোমিটার পর্যন্ত। এটি সর্বোচ্চ ৯০ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হানবে। এটি এখন পায়রা বন্দর থেকে প্রায় ৪শ কিলোমিটার দূরে অবস্থান করছে এর এগিয়ে যাওয়ার গতি তাতে বলা যাচ্ছে এটি শুক্রবার দুপুর বারোটা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে উপকুলীয় অঞ্চলে আঘাত হানতে পারে।’

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, ‘যেহেতু এখন পূর্ণিমা নেই,  বাতাসের গতি কম সে জন্য জলোচ্ছ্বাসের আশঙ্কা কম।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ঘূর্ণিঝড়ের সংবাদ সবার কাছে আপনারা (সাংবাদিক) সকলের কাছে পৌঁছে দেবেন। যেন উপকূলীয় মানুষ সতর্ক হয় এবং নিরাপদ স্থানে আশ্রয় নেয়। ঘূর্ণিঝড় মোকাবিলায় মাঠ প্রশাসন সক্রিয়।’

তিনি আরও বলেন, ‘সাত নম্বর বিপদ সংকেত দেওয়া হবে। এটি পাওয়া মাত্র যেন সব মানুষদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। প্রত্যেক জেলায় পর্যাপ্ত খাবার ও গো খাদ্য বরাদ্দ দেওয়া রয়েছে। আরও প্রয়োজন হলে চাহিদা জানানোর সঙ্গে সঙ্গে পাঠানো হবে।’

সারাবাংলা/জেআর/একে

উপকূল ঘূর্ণিঝড় টপ নিউজ সাগর

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর