Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পশুর চ্যানেলে ডুবে গেছে কয়লাবোঝাই লাইটার জাহাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৩ ১৭:১২

বাগেরহাট: মোংলা বন্দরের পশুর চ্যানেলের কানাইনগরসংলগ্ন এলাকায় এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১ নামক একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

এসময় সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন ডুবে যাওয়া লাইটারের কর্মচারীরা। বন্দরের নৌপথ ঝুঁকিমুক্ত রয়েছে।

লাইটার শ্রমিক ইউনিয়ন মোংলা শাখার সহ সভাপতি মাইনুল হোসেন মিন্টু জানান, শুক্রবার বন্দরের হারবাড়িয়া এলাকার একটি বাণিজ্যিক জাহাজ থেকে কয়লাবোঝাই করে যশোরের নোয়াপাড়া ঘাটে যাওয়ার জন্য হারবাড়িয়া এলাকা থেকে ছেড়ে আসে এমভি প্রিন্স অব ঘষিয়াখালী-১ নৌযানটি। পশুর নদীর কানাইনগর এলাকায় দুপুর সোয়া দুইটায় লাইটার জাহাজটি ডুবে যায়।

তিনি আরও জানান, ডুবে যাওয়া লাইটারের ধারণ ক্ষমতা ছিল ৮০০ মেট্রিক টন। তবে ডুবে যাওয়ার সময় কত টন কয়লাবোঝাই ছিলো বা ডুবে যাওয়ার কারণ নিশ্চিত হওয়া যায়নি।

সারাবাংলা/এমআইডি/এমও

কয়লাবোঝাই পশুর চ্যানেল লাইটার জাহাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর