Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শতবর্ষে সেন্ট মেরীস ক্যাথিড্রাল

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ নভেম্বর ২০২৩ ১৮:৪৫

ঢাকা: ১৯২৩ খ্রিস্টাব্দে নির্মিত হয় ঢাকার আর্চবিশপ ভবন, যা পরিচিত ‘সেন্ট মেরীস ক্যাথিড্রাল’ হিসেবে। বিশপ ল্যগ্রাঁর সময়ে ইটের গাঁথুনিতে বর্তমান দু’ তলার এই ভবনটি নির্মাণ করা হয় ঢাকার কাকরাইলে। এই বছর এই ভবনের শত বছর পূর্ণ হলো।

ঢাকা, গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া নিয়ে গঠিত ধর্মাঞ্চল ‘ঢাকা ডায়োসিস’। ঢাকার আর্চবিশপ ভবনকে ঘিরেই এই অঞ্চলের খ্রিস্ট ধর্মের মানুষদের ধর্মীয় আচারানুষ্ঠান পালিত হয়।

বিজ্ঞাপন

১৭ নভেম্বর এই ভবনের শতবর্ষ উদযাপন করা হলো আড়ম্বরের সঙ্গে। আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। শতবর্ষ পূর্তি উৎসব উপলক্ষে প্রকাশ করা হয় বিশেষ স্মরণিকা ‘শতবর্ষী’। আর্চবিশপ ভবনের ইতিহাস নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘বিশ্বাস, ঐতিহ্য ও সেবাকর্মের বাতিঘর ঢাকার আর্চবিশপ ভবন’ প্রদর্শিত হয়।

বিকেলে জুবিলী উত্তর দিক নির্দেশনামূলক সহভাগিতা করেন কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও, সিএসসি। এরপরই ঢাকার বিভিন্ন এলাকার ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি-সংস্কৃতি নিয়ে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ধর্মীয় সঙ্গীত, নৃত্য ও বন্দনা গীতিকায় সৃষ্টি হয় এক স্বর্গীয় পরিবেশের।

স্বাগত বক্তব্যে ঢাকার আর্চবিশপ ডি’ ক্রুজ বলেন, ‘শতবর্ষের এই জয়ন্তী উৎসব আমাদের সবার জন্যই অনেক আনন্দময় ও তাৎপর্যপূর্ণ। খ্রিস্টবিশ্বাসের যাত্রাপথে কত স্মৃতি-শ্রুতি বিজড়িত এই উৎসবটি। এটি একটি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর মাহেন্দ্রক্ষণ ও প্রেরণা দানকারী শুভ মুহূর্ত যা ভবিষ্যতের জন্য দিশারি হয়ে থাকবে।’

পৃথিবীর একমাত্র বাঙালি কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও, সিএসসি, বাংলাদেশে খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি’ ক্রুজ, ওএমআই, বাংলাদেশে ভাটিকান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মন্সিনিয়র মারিনকো আন্তনোভিচ, ময়মনসিংহের সংসদ সদস্য জুয়েল আরেং, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য গ্লোরিয়া ঝর্ণা সরকার, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, অন্যান্য খ্রিস্টান ধর্মীয় নেতা, বাংলাদেশের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান নটরডেম ও হলিক্রসের প্রিন্সিপাল, বাংলাদেশের সর্ববৃহৎ সমবায় প্রতিষ্ঠান দি খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর প্রেসিডেন্ট হেমন্ত কোড়াইয়া, দি মেট্রোপলিটান খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির লি. ও কালবের প্রেসিডেন্ট আগস্টিন পিউরিফিকেশনসহ সারা দেশ থেকে ৩০০০ জন প্রতিনিধি ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যের অংশ ঢাকার আর্চবিশপ ভবন প্রতিষ্ঠার শতবর্ষ পূর্তি উৎসব উদযাপনে অংশ নেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে/আরএম

টপ নিউজ শতবর্ষ সেন্ট মেরিস ক্যাথিড্রাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর