Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৩ ১৩:৩২

ছবি: সারাবাংলা

কক্সবাজার: বৈরী আবহাওয়ার কারণে দুইদিন বন্ধ থাকার পর টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।

তিনি বলেন, ‘আবহাওয়া অনুকূলে থাকায় সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। শনিবার সকালে কেয়ারি এবং বারো আউলিয়া নামের দুটি জাহাজ যাত্রী নিয়ে রওনা হয়েছে।

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাব মোকাবেলায় সতর্ক সংকেত জারির কারণে গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধের ঘোষণা করেছিল উপজেলা প্রশাসন। এতে দ্বীপে বেড়াতে যাওয়া প্রায় তিন শতাধিক পর্যটক আটকে পড়েছিল।

শনিবার আটকে পড়া পর্যটকরা ফিরতে পারবেন বলে জানিয়েছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান। তিনি বলেন, ‘দুইদিন বন্ধ থাকার পর আবারও সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ আসছে। যারা দ্বীপে আটকা পড়েছিল তারা অনায়সে ফিরতে পারবেন।’

সারাবাংলা/ওএফএইচ/এনএস

কক্সবাজার টপ নিউজ টেকনাফ-সেন্টমার্টিন

বিজ্ঞাপন
সর্বশেষ

দশম গ্রেড দাবি করায় ৬৪ অডিটরকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৫

সম্পর্কিত খবর