ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকা ট্রলারের ১৮ জেলে উদ্ধার
১৮ নভেম্বর ২০২৩ ১৮:১৩
চট্টগ্রাম ব্যুরো: ঘূর্ণিঝড় মিধিলি’র কবলে পড়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
শনিবার (১৮ নভেম্বর) কোস্টগার্ড থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১৪ নভেম্বর) ‘এফবি মায়ের দোয়া’ নামের একটি ফিশিং ট্রলার কক্সবাজারের টেকপাড়া এলাকার মাঝির ঘাট থেকে মাছ ধরতে গভীর সমুদ্রে যায়। একপর্যায়ে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সৃষ্টি হওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি সমুদ্রে ভাসতে থাকে।`
পরে কোস্ট গার্ডের নিয়মিত টহল জাহাজ ‘মনসুর আলী’ অভিযান চালিয়ে শনিবার (১৮ নভেম্বর) রাতে কক্সবাজার লাইট হাউজ থেকে আনুমানিক ২১ নটিক্যাল মাইল গভীরে সাগর থেকে ওই ১৮ জেলেকে ট্রলারসহ উদ্ধার করে।
কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনাফ তকি সারাবাংলাকে জানান, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গভীর সাগরে একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ওই ট্রলারের ১৮ জন জেলে ছিল। পরে কোস্টগার্ড অভিযান চালিয়ে ট্রলারসহ জেলেদের উদ্ধার করে তীরে নিয়ে আসে।
জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ফিশিং বোটের মালিকের কাছে তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
সারাবাংলা/আইসি/এমও