Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘উন্নয়নের গতি ১০-১৫ বছর ধরে রাখলে বিএনপি-জামায়াত টিকবে না’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৩ ১৮:১১

সজীব ওয়াজেদ জয় (ফাইল ছবি)

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইসিটিবিষয়ক উপদেষ্টা ও সিআরআই চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় বলেছেন, উন্নয়নের এই গতি ১৫ বছর আগে কেউ স্বপ্নেও ভাবতে পারেনি, বাংলাদেশ এতদূর আসবে। আর যদি এই গতি আগামী ১০-১৫ ধরে রাখা যায় বিএনপি-জামায়াত বলে কোনো দল বাংলাদেশে টিকবে না। তখন দেশে শান্তি আসবে।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে সাভারে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের সপ্তম আসরের চূড়ান্ত পর্বে ছয় ক্যাটাগরিতে তরুণদের ১২টি সংগঠনকে বিজয়ী ঘোষণা করা হয়।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) চেয়ারম্যান বঙ্গবন্ধুর দৌহিত্র জয় বলেন, ‘নির্বাচনের সময় এসেছে। এখন আবার আরেকটি সমস্যা আমাদের সামনে দাঁড়িয়েছে। সেটা হলো বিএনপি-জামাতের সন্ত্রাস, জ্বালাও-পোড়াও। নিরীহ মানুষের উপর আক্রমণ।’

বিগত সময়ে জাতীয় নির্বাচনের আগে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসসহ নৈরাজ্য প্রসঙ্গ টেনে জয় বলেন, ‘তারা প্রত্যেক নির্বাচনের ঠিক মাস দুয়েক আগে জ্বালাও-পোড়াও শুরু করে। এটা মোকাবিলা করার কী? মোকাবিলা খুবই সহজ? যারা জ্বালাও-পোড়াও করছে তাদের বিরুদ্ধে সামনের নির্বাচনে ভোট দিবেন। ভোট দেবেন যারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের। ভোট দেবেন নৌকায়।’

তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমান দেশে গণহত্যা চালিয়েছে, নিরীহ মানুষকে ফাঁসি দিয়েছে। তারা আবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। বিএনপি সেই যুদ্ধাপরাধীদের দল সন্ত্রাসী দল জামায়াতকে ফিরে এনেছে বাংলাদেশে। বাংলাদেশের মানুষের উপর নির্যাতন, সন্ত্রাস, জঙ্গিবাদ চালিয়েছে এবং এখনো চালিয়ে যাচ্ছে।’

জয় বলেন, ‘তারা তো দেশের জন্য কোনোদিন কিছু করে নাই। একমাত্র দেশের জন্য আপনারা করছেন এবং দেশের জন্য আওয়ামী লীগ করে যাচ্ছে। আর এটা এখন কাউকে বোঝাতে হয় না। কারণ ১৫ বছরে বাংলার মানুষ দেখেছে। বাংলাদেশ কোথা থেকে কোথায় এসেছে। কেউ কল্পনা করতে পারেনি।’

উল্লেখ্য, জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পুরস্কার পাওয়া সংগঠনগুলো ছাড়াও ৩০০টির বেশি সংগঠন নিয়ে ইয়াং বাংলা বর্তমানে তারুণ্যের সর্ববৃহৎ প্লাটফর্ম হিসেবে কাজ করছে। এই সংগঠনগুলোসহ ইয়াং বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন ৫০ হাজারের বেশি স্বেচ্ছাসেবক ও তিন লাখের বেশি সদস্য। ২০২২ সালের মে মাসে ইয়াং বাংলার সদস্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাবাংলা/পিটিএম

আওয়ামী লীগ সজীব ওয়াজেদ জয়


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর