Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে বিএনপি নেতা অমিতের বাড়িতে ককটেল হামলা


১৯ নভেম্বর ২০২৩ ০৯:১৭

যশোর: বিএনপির নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের ঘোপ এলাকার বাড়িতে বোমা হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দু’টি বাসভবনে অন্তত ১৫টি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এতে বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে এলাকা। পরিবারের সদস্যসহ এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

অনিন্দ্য ইসলাম অমিতের বড় ভাই শান্তনু ইসলাম সুমিত জানান, রাত সাড়ে ১০টার দিকে যশোর শহরের ঘোপ পিলু খান সড়কের তাদের বাসভবনে একের পর এক বোমা ছোড়া হয়। হামলাকারীরা পাশে তাদের চাচার বাড়িতেও বোমা নিক্ষেপ করে। বাড়ির প্রধান ফটকে ও ভেতরে বোমা বিস্ফোরিত হয়। বোমার স্পিন্টার বিদ্যুতের তারে লেগে বাড়ির বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একাধিক বোমার লাগাতার বিস্ফোরণে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা। ১০ থেকে ১৫ মিনিট ধরে এ হামলা চলে। গভীর রাতে এ হামলায় আতংকিত হয়ে পড়েন দুই পরিবারের সদস্যরাসহ এলাকার মানুষ।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, শহর জুড়ে পূজার আনুষ্ঠানিকতা চলছে। পটকা বাজি ফুটছে। কোথাও কোনো বোমা বিস্ফোরণের খবর তার জানা নেই। তবে খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, অনিন্দ্য ইসলাম অমিত বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের ছেলে।

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর