Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে রওশন এরশাদ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৩ ১২:৩১

ঢাকা: জাতীয় সংসদের বিরোধিদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন। তিনি রোববার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় বঙ্গভবনে পৌঁছান। তার সঙ্গে রয়েছেন তার ছেলে জাপা নেতা ও সংসদ সদস্য শাদ এরশাদ, মশিউর রহমান রাঙ্গা, কাজী মামুনুর রশিদ।

জাতীয় পার্টির রওশন এরশাদ গ্রুপের নেতারা জানিয়েছেন, জাপার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করবেন রওশন এরশাদ।

রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার এজেন্ডা হিসেবে জানানো হয়েছে, সকল রাজনৈতিক দলকে আলোচনার জন্য রাষ্ট্রপতিকে আহ্বান জানাবেন রওশন এরশাদ। এছাড়া জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। এবারও জাপা নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিয়েছে বলে তিনি রাষ্ট্রপতিকে জানাবেন।

জতীয় পার্টি একান্তভাবে আশা করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে রাষ্ট্রপতির সহযোগিতা প্রত্যাশা করবে জাতীয় পার্টি।

সারাবাংলা/এএইচএইচ/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর