Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আসুন প্রতিকূলতা অতিক্রম করে সমৃদ্ধির পথে এগিয়ে যাই’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৩ ১৩:৩৫

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসুন সব প্রতিকূলতা অতিক্রম করে আমরা আরও অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাই। আমাদের প্রচেষ্টা আরও জোরদার করি। বিজয়ী জাতি হিসেবে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে চাই। স্মার্ট উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি। একজন মানুষও এদেশে দরিদ্র থাকবে না। প্রতিটি মানুষ উন্নত জীবন পাবে।

রোববার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ফরেন ইনভেস্টরস্ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (ফিকি) ৬০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান ও ইনভেস্টমেন্ট এক্সপো-২০২৩ এর উদ্বোধনি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের টানা মেয়াদে ১৫ বছরে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির নানামুখী প্রসঙ্গ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের বিচক্ষণ সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, অর্থনৈতিক উদারীকরণ এবং বাণিজ্য সংহতকরণের ওপর ভিত্তি করে আজকের এই টেকসই অর্থনীতি ও উচ্চ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বাংলাদেশ ২০২১ সালে উন্নয়নশীল দেশ হওয়ার যোগ্যতা অর্জন করে। আশা করা হচ্ছে, ২০৩৭ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের ২০তম বৃহত্তম অর্থনীতির দেশ, ২০৪১ সালে হবে স্মার্ট বাংলাদেশ, উন্নত বাংলাদেশ।’

পাশাপাশি জাতিসংঘ ঘোষিত এসডিজি বাস্তবায়নে সরকার যথেষ্ট অগ্রগতি সাধন করেছে বলে মনে করেন সরকারপ্রধান শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা সারাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে দিচ্ছি। ৩৯টি হাই-টেক পার্ক প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছি। এগুলো বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এককভাবে যদি কোনো দেশ এক খন্ড জমি চায় আমরা তাও দেব। আর যদি কেউ যৌথ উদ্যোগে করতে চান সেটাও করা হবে। বিভিন্নভাবে আমরা সুযোগ সৃষ্টি করে দিয়েছি।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা অনেকগুলি সংস্থা তৈরি করেছি। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা), বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি (বেজা), বাংলাদেশ ইকোনমিক প্রসেসিং জোন অথরিটি (বেপজা), বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি (এইচটিপিএ) এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ)। এগুলা অথরিটি করে দিয়েছি। যাতে কাজ করতে সুবিধা হয়। স্বাধীনভাবে সব স্বশাতিত হয়ে কাজ করতে পারে।’

বিনিয়োগের সুবিধার্থে বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোতে ওয়ান স্টপ পরিষেবা চালু করা হয়েছে। বিনিয়োগ পরিষেবা প্রদানকারী সমস্ত অফিস সম্পূর্ণ অনলাইন এবং ডিজিটালাইজড করার পদদক্ষেপও হাতে নেয়া হয়েছে বলে অবহিত করেন তিনি। একইসঙ্গে কর মওকুফ, রেমিট্যান্স রয়্যালটি, প্রস্থান নীতি, লভ্যাংশ এবং মূলধন সম্পূর্ণ প্রত্যাবর্তন, আইন দ্বারা বিদেশি বিনিয়োগ সুরক্ষাসহ বিনিয়োগ নীতিকে আরও সহজ করার জন্য আরও বেশি পদক্ষেপ গ্রহণের প্রসঙ্গ তুলে ধরেন তিনি।

ব্লু ইকোনমি খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে নতুন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘২০২৫ সালের মধ্যে শুধু লজিস্টিকস খাতই ৯০ বিলিয়ন মার্কিন ডলারের বাজারে পরিণত হবে বাংলাদেশ। ২০৩০ সালের মধ্যে ৯ম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে এ দেশ। সে সময় যুক্তরাজ্য এবং জার্মানির মতো প্রতিষ্ঠিত বাজারগুলো এবং বর্তমান উচ্চ-প্রবৃদ্ধির ভিয়েতনাম এবং থাইল্যান্ডকে যাতে বাংলাদেশ ছাড়িয়ে যেতে পারে, সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।’

তিনি বলেন, ‘বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ও শক্তিশালী রফতানি কৌশল এবং শিল্পনীতি বাস্তবায়নের জন্য কাজ করছে। আমরা ২০৩১ সালের মধ্যে জিডিপি-তে বেসরকারি বিনিয়োগের অনুপাত ৩১ দশমিক চার-তিন শতাংশে উন্নীত করতে চাই। প্রায় সতের কোটি মানুষ আমাদের বাংলাদেশ। এছাড়া আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নত করেছি। বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে ৯ম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে বলে আমাদের ধারণা। তখন যুক্তরাজ্য এবং জার্মানির মতো প্রতিষ্ঠিত বাজারগুলোকে এবং বর্তমান উচ্চ-প্রবৃদ্ধির ভিয়েতনাম এবং থাইল্যান্ডকে বাংলাদেশ যাতে ছাড়িয়ে যেতে পারে সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি। সেই প্রচেষ্টাই আমাদের রয়েছে। কারণ আমাদের বিশাল জনসংখ্যা রয়েছে সেটাকেই সব থেকে বেশি কাজে লাগাব। তাদের দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলছি।’

শেখ হাসিনা বলেন, ‘২০২৫ সাল নাগাদ বাংলাদেশে ক্রমবর্ধমান মধ্যবিত্ত ও ধনী শ্রেণির সংখ্যা হবে তিন কোটি ৪০ লাখ। ২০৪০ সালের মধ্যে আনুমানিক মাথাপিছু জিডিপি দাঁড়াবে ৫ হাজার ৮৮০ মার্কিন ডলার। কৌশলগত ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশ ৩০০ কোটি মানুষের আঞ্চলিক বাজারের কেন্দ্রস্থল হতে পারে। আমাদের যে ভৌগোলিক অবস্থান রয়েছে, সেইভাবে আমাদের অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার পদক্ষেপ নিয়ে বাস্তবায়ন করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি, কাঠামোগত উন্নয়ন কর্মসূচি, বিনিয়োগবান্ধব নীতি, বৃহৎ অভ্যন্তরীণ বাজার, কৌশলগত অবস্থান, উচ্চ মুনাফা, কর্মক্ষম জনগোষ্ঠীসহ বিভিন্ন সুবিধার কারণে বাংলাদেশ বিশ্বের অনেক দেশের কাছে বিনিয়োগ, শিল্পায়ন এবং রপ্তানির জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে।’

আওয়ামী লীগ সরকারে মেয়াদে সারাদেশে ব্যাপকহারে টেকসই অবকাঠামো নির্মাণ করার প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, ‘সাফল্যের সঙ্গে আমরা এগুলো করে যাচ্ছি। ফলে ২০৩১ সালের মধ্যে একটি উচ্চ মধ্য-আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত-সমৃদ্ধ দেশে রূপান্তরিত হওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেই আমাদের সমস্ত পলিসি তৈরি এবং সমস্ত উন্নয়নের কাজগুলি করছি।’

ফরেন ইনভেস্টরস্ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (ফিকি) সদস্যদের প্রতি ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। এরপর ফিকি’র ৬০ বছর পূতি উদযাপন এবং ইনভেস্টমেন্ট এক্সপো-২০২৩ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

সারাবাংলা/এনআর/ইআ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর