‘কেরোসিন’সহ বিএনপি নেতাকে পুলিশে দিলো ছাত্রলীগ
১৯ নভেম্বর ২০২৩ ২২:৫৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে বিএনপির এক নেতাসহ দু’জনকে ধরে পুলিশের হাতে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পুলিশ জানিয়েছে, তাদের কাছে এক বোতল কেরোসিন পাওয়া গেছে। তারা বাসে আগুন দেওয়ার জন্য জড়ো হয়েছিল।
রোববার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ জাম্বুরি পার্কের সামনে থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আটক দুজন হলেন নগরীর ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মোস্তফা এবং দলটির কর্মী মাঈনউদ্দিন মানিক।
ডবলমুরিং থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরেফীন চৌধুরী রবিন সারাবাংলাকে জানান, সন্ধ্যা ঘনিয়ে আসার মুহুর্তে তিনিসহ ছাত্রলীগের একদল নেতাকর্মী আগ্রাবাদ জাম্বুরি পার্কের ৫ নম্বর গেটের অদূরে মা ও শিশু হাসপাতালের সামনে দাঁড়ানো ছিলেন। অদূরে দুটি বাস আগে থেকে দাঁড়ানো ছিল। এসময় মোস্তফা ও মানিককে তারা বাসের আশপাশে ঘোরাঘুরি করতে দেখেন। তারা এগিয়ে গেলে দুজন হাত থেকে বোতল ফেলে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের আটকে পুলিশকে খবর দেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারি সারাবাংলাকে বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। আটক দুজনের কাছে এক বোতল কেরোসিন পাওয়া গেছে। তারা স্বীকার করেছে, সন্ধ্যার পর গাড়িতে আগুন দেওয়ার জন্য তারা ওই এলাকায় গেছেন। একজন ওয়ার্ড বিএনপির নেতা, আরেকজন সক্রিয় কর্মী। দুজনকে বিএনপির মিছিল-সমাবেশে নিয়মিত দেখা যায়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
তবে এ ঘটনা পুলিশ ও ছাত্রলীগের ‘সাজানো নাটক’ বলে দাবি করেছেন নগর বিএনপির দফতরের দায়িত্বে থাকা নেতা ইদ্রিস আলী।
এদিকে ঘটনার পর ডবলমুরিং থানা ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। এতে থানা ছাত্রলীগ নেতা আরেফীন চৌধুরী রবিন, আবিদুল আমিন রাফা, সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের বক্তব্য ও বিতর্ক সম্পাদক শাকিল হোসেন ছিলেন।
সারাবাংলা/আরডি/একে