Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পানিতে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৩ ২৩:০১

গাজীপুর: গাজীপুর জেলার শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশু নিহত হয়েছেন। রোববার (১৯ নভেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভিটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন তামিম মিয়া (৭) ও তার ছোট ভাই ইসমাইল হোসেন (৪)। তারা ভিটিপাড়া গ্রামের কাঠমিস্ত্রি মো. আল-আমিনের ছেলে।

স্থানীয়রা জানায়, রোববার (১৯ নভেম্বর) দুপুরে বাড়ির পাশের অন্যান্য শিশুদের সঙ্গে খেলা করছিলো তামিম ও ইসমাইল হোসেন। এ সময় ছোট ভাই ইসমাইল হোসেন পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে ইসমাইলকে ডুবে যেতে দেখে বড় ভাই তামিম তাকে বাঁচাতে এগিয়ে আসে। এ সময় উদ্ধারের চেষ্টাকালে তামিমও পানিতে পড়ে যায়। কিছু সময় পর খেলতে থাকা শিশুদের মধ্যে একজন ইসমাইল হোসেনের মৃতদেহ পানিতে ভাসতে দেখে কান্নাকাটি শুরু করলে স্থানীয় এক নারী পানি থেকে ইসমাইল হোসেনকে পানি থেকে উদ্ধার করে। এর কিছুক্ষণ পর পুকুর থেকে তামিমের মরদেহ পুকুর থেকে তুলে আনা হয়।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফজল মোহাম্মদ নাসিম বলেন, ‘পুকুরে ডুবে দুই শিশু মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

সারাবাংলা/একে

টপ নিউজ পানিতে ডুবি শিশু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর