মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে হরতাল সমর্থনে পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা। সোমবার (২০ নভেম্বর) সকালে শিবালয় উপজেলার ফলসেটিয়ায় এলাকায় এই কর্মসূচির নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান।
এছাড়া সকালে মানিকগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের নেতারা মানিকগঞ্জ- সিংগারই-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের বেউথা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে।
হরতালের সমর্থনে আরও কয়েকটি এলাকায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।
এদিকে, হরতালের দ্বিতীয় দিনেও ঢাকা-আরিচা মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল করিনি। তবে সীমিত পরিসরে লোকাল বাস চলাচল করছে। হরতালে মানিকগঞ্জের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।