চট্টগ্রামে ডিপোতে রাখা ৩টি বাসে আগুন
২০ নভেম্বর ২০২৩ ১২:৫৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়ায় তিনটি বাস আগুনে পুড়ে গেছে। বাস মালিকের নিজস্ব ডিপোতে রাখা ওই গাড়িগুলোতে কীভাবে আগুন লেগেছে সেটা বলতে পারেনি পুলিশ।
সোমবার (২০ নভেম্বর) ভোরে কেঁওচিয়ায় মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পুড়ে যাওয়া তিন বাসের মধ্যে দু’টি শ্যামলী ও একটি হানিফ পরিবহনের বাস রয়েছে। এসব বাস চট্টগ্রাম-কক্সবাজার সড়কে গণপরিবহন হিসেবে চলাচল করত।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান সারাবাংলাকে বলেন, ‘বাস তিনটি মালিকের নিজস্ব ডিপোতে রাখা ছিল। তাদের পাহারাদারও ছিল। কীভাবে আগুন লেগেছে সেটা তদন্ত করা হচ্ছে।’
সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কার্নায়েন বলেন, ‘ভোররাত আনুমানিক চারটার দিকে সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা তিনটি গাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এসময় আগুনে পুড়তে থাকা একটি বাস অটোমেটিক স্টার্ট হয়ে গিয়ে আমাদের গাড়িতে আঘাত করে। এতে আমাদের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করতে সক্ষম হই।’
সারাবাংলা/আইসি/এমও