Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে আগুনে পুড়ল অটোরিকশা-বাইক

স্টাফ করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৩ ১৩:৫০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর একটি গ্যারেজে আগুন লেগে পুড়ে গেছে ২০টি সিএনজিচালিত অটোরিকশা, পাঁচটি মোটরসাইকেল ও একটি রিকশা। ইলেকট্রিক শটসার্কিট থেকে আগুনের এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

রোববার (১৯ নভেম্বর) রাতে হালিশহর থানার ঈঁদগা বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারি কমিশনার মুকুর চাকমা সারাবাংলাকে বলেন, ‘আগুনের খবর পেয়ে ডিসি স্যারসহ আমরা ওই গ্যারেজে যাই। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি ইলেকট্রিক শটসার্কিট থেকে আগুনের এ ঘটনা ঘটেছে। গ্যারেজের পাশেই ইলেকট্রিক তারের একটি অরক্ষিত জায়গা আছে। সেখান থেকেই আগুনের সূত্রপাত বলে অনেকে জানিয়েছে। গ্যারেজে দায়িত্বে থাকা প্রহরীরাও আমাদেরকে এ কথা জানিয়েছে।’

তিনি আরও বলেন, ‘গ্যারেজে অটোরিকশাগুলোতে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দুই-তিনটি গাড়ি বের করা গুলেও বাকিগুলো আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবুও বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মকর্তা কফিল উদ্দিন সারাবাংলাকে জানান, ‘রাত দুইটার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে যায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ৩টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। গ্যারেজে রাখা ২০টি সিএনজিচালিত অটোরিকশা, পাঁচটি মোটরসাইকেল ও একটি রিকশা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ইলেকট্রিক শটসার্কিট থেকে এ আগুন লেগেছে বলে আমরা ধারণা করছি।’

সারাবাংলা/আইসি/ইআ

সিএনজিচালিত অটোরিকশা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর