Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গেজেটের আগপর্যন্ত দায়িত্ব পালন করবেন টেকনোক্র্যাট মন্ত্রীরা’

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৩ ২০:৩৩

ঢাকা: প্রক্রিয়া সম্পন্ন করে গেজেট প্রকাশের আগপর্যন্ত পদত্যাগপত্র জমা দেওয়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা দায়িত্ব পালন করতে পারবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। সোমবার (২০ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।

কতজন পদত্যাগ করেছেন এবং পরবর্তী প্রক্রিয়া কী হবে— সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধের পরিপ্রেক্ষিতে টেকনোক্র্যাট দুই মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী ও তিনজন উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিয়েছেন। আপনারা জানেন, পদত্যাগপত্র দিলেও তা কার্যকর করার একটি পদ্ধতি আছে, সেই প্রক্রিয়া আমরা শুরু করেছি। প্রক্রিয়া সম্পন্ন হলেই তা কার্যকর হবে।’

বিজ্ঞাপন

কোন তিন উপদেষ্টা পদত্যাগ করেছেন, প্রশ্নে তিনি বলেন, ‘অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।’

পদত্যাগপত্র জমা দিয়ে এক মন্ত্রী অফিস করছেন সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘যখন গেজেট প্রকাশ হবে তখন থেকেই পদত্যাগ কার্যকর করা হবে। তখন তারা অফিস করবেন না। এখন তাদের অফিস করতে বাধা নেই।’

কবে গেজেট হবে প্রশ্নে তিনি বলেন, ‘প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার পরে।’

তিনি আরও বলেন, ‘এখানে ধরাবাঁধা কোনো আইন নেই যে, এতদিনের মধ্যে সম্পন্ন করতে হবে। এটির একটি প্রক্রিয়া আছে।’

তারা পদত্যাগ করার ওই পদটা শূন্য হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে নির্দেশনা কি, জানতে চাইলে মাহবুব হোসেন বলেন, ‘সেটি এখনও হয়নি। আগে তাদের পদত্যাগ গ্রহণ হবে এবং গেজেট হবে। তারপরে আপনার প্রসঙ্গটা আসবে। যেহেতু মন্ত্রণালয় ভাগ করে দেওয়া প্রধানমন্ত্রীর এখতিয়ার, তখন তিনি সেটি বিবেচনা করবেন।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা কিংবা তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা তো পদত্যাগ করছেন না এ বিষয়ে তিনি বলেন, ‘মন্ত্রিপরিষদ থেকে যাদের নিয়োগপ্রক্রিয়া হয়েছে, সেগুলো নিয়ে আমরা কথা বলছি। তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা মহোদয়ের প্রসঙ্গটা হলো তাকে নিয়োগ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একেবারে অবৈতনিক, ওই কার্যালয় থেকে সেই সিদ্ধান্ত আসবে।’

সারাবাংলা/জেআর/একে

গেজেট টেকনোক্র্যাট মন্ত্রী

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর