Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৩ ২২:১৪

জয়পুরহাট: জয়পুরহাটে মাদক মামলায় বন্ধন উড়াও নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ ও স্পেশাল ট্র্যাইবুন্যাল-৫ আদালতের বিচারক আব্বাস উদ্দীন আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মজিদুল ইসলাম মাঝি নামে একজনকে এই মামলা থেকে খালাস দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত বান্ধন উড়াও পাঁচবিবি উপজেলার রুপাপুর গ্রামের মৃত লাহারু উড়াইয়ের ছেলে। জামিন নেওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ১৩ ডিসেম্বর ভোরে দুইজন ব্যক্তি পাঁচবিবি সীমান্তবর্তী পূর্ব উচনা গ্রাম থেকে মাদক নিয়ে রতনপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কয়া এলাকায় হেঁটে আসার সময় পুলিশ তাদের থামার সিগনাল দিলে একজন পালিয়ে গেলেও বান্ধন উড়াওকে আটক করা হয়।

এসময় তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়েরের পর আজ বান্ধন উড়াওয়ের যাবজ্জীবন দেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মজিদুল ইসলাম মাঝিকে খালাস দেওয়া হয়।

সারাবাংলা/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর