ঢাকা: রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক যুবক মারা গেছে। তার বয়স আনুমানিক ২৫ বছর। ওই যুবক ভবঘুরে প্রকৃতির বলে ধারণা পুলিশের।
সোমবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পল্টন থানা পুলিশ ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পরে চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
পল্টন থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, রাতে গুলিস্থান জিরো পয়েন্টে একটি সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে ওই যুবককে আহত অবস্থায পরে থাকতে দেখি। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যায় সে।
তিনি আরও জানান, ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে ভবঘুরে প্রকৃতির বলে ধারণা করা হচ্ছে। রাতে জিরো পয়েন্টে কোন এক যানবাহনের চাপায় মারা যায় সে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। মৃত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।