Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৩ ১০:২৩

টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার বেতর এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের ১টি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধার কাজ শুরু করছে রেলওয়ে কর্তপক্ষ।

মঙ্গলবার (২১ নভেম্বর) ভোরে এই দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৪.৪০মিনিটের দিকে সদরের বেতর এলাকায় পৌঁছালে ট্রেনের প্রথম বগিটি লাইনচ্যুত হয়। বগিটি যাত্রীদের মালামাল বহনকারী ছিলো। খবর পেয়ে রেলওয়ে কর্তপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এখনও উদ্ধার কাজ চলছে।

কি কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হবে বলেও জানান ওসি।

বগি লাইনচ্যুত হওয়ার ফলে রেল চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকে আছে। তবে মঙ্গলবার সকাল সাতটায় ঢাকা থেকে কমিউটার ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনের যাত্রীদের নিয়ে ঢাকা ফিরেছে।

সারাবাংলা/এমএস/এমও

টপ নিউজ ট্রেন চলাচল ঢাকা-উত্তরবঙ্গ বগি লাইনচ্যুত রংপুর এক্সপ্রেস

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর