Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষক নেতা জাকিরকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৩ ১০:৩৪

ঢাকা: শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব ও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেনকে ডিবি পরিচয়ে সাদা পোশাকধারী পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

তিনি বলেন, সোমবার (২০ নভেম্বর) সকালে রাজধানীর ধোলাইখাল এলাকার বাসা থেকে সাদা পোশাকধারী একদল লোক ডিবি পুলিশ পরিচয়ে শিক্ষক নেতা জাকির হোসেনকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে। আমরা তার কোনো সন্ধান পাচ্ছি না।

বিজ্ঞাপন

এদিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অবিলম্বে শিক্ষক নেতা জাকির হোসেনের সন্ধান ও মুক্তি দাবি করেছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট।

বিবৃতিদাতারা হলেন— শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, মহাসচিব চৌধুরী মুগীসউদ্দীন মাহমুদ, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি কাজী আ. রাজ্জাক, ভারপ্রাপ্ত মহাসচিব এ কে ফজলুল হক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি প্রিন্সিপাল রেজাউল করিম, বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মো. দেলোয়ার হেসেন ও মহাসচিব মাওলানা এসএম বায়েজিদ, শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের সভাপতি কামরুজ্জামান মিজান ও মহাসচিব আজিজুল হক রাজা, বাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যক্ষ জাকির হোসেন আকন্দ ও সদস্য সচিব হারুনুর রশীদ গাজী।

শিক্ষক নেতারা বলেন, ‘এই ফ্যাসিস্ট সরকার বিনা অপরাধে শিক্ষকদের গ্রেফতার করে নজিরবিহীন ঘটনার জন্ম দিয়েছে। সরকারের নীল নকশার নির্বাচনে শিক্ষক সমাজ দায়িত্ব পালন করবে না বলে জাকির হোসেনকে গ্রেফতার করে শিক্ষকদের মধ্যে আতংক সৃষ্টি করতে চাচ্ছে। তবে, শিক্ষক সমাজ রাজপথেই জাকির হোসেনের গ্রেফতারের জবাব দিতে প্রস্তত।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এমও

ডিবি মো. জাকির হোসেন শিক্ষক নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর