৭২ ঘণ্টায় ৬০ ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে হামাস
আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২৩ ১১:৩৭
২১ নভেম্বর ২০২৩ ১১:৩৭
ফিলিস্তিনের গাজা উপত্যকায় অভিযান পরিচালনা করছে ইসরায়েল। সেখানে গত ৭২ ঘণ্টায় ইসরায়েলের ৬০টি সামরিক যান ধ্বংসের দাবি করেছে হামাস।
সোমবার (২০ নভেম্বর) হামাসের সামরিক শাখা আল-কাসাম বিগ্রেড জানিয়েছে, স্থল অভিযানের সময় গত ৭২ ঘণ্টায় ইসরায়েলি ৬০টি সামরিক যান ধ্বংস করেছে তারা।
একটি রেকর্ড করা বার্তায়, আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, টার্গেট করা ইসরায়েলি সামরিক যানগুলোকে ধ্বংসের জন্য গত তিন দিনে ১০টি সেনাবাহী যান হামলায় অন্তর্ভুক্ত ছিল।
তিনি আরও উল্লেখ করেছেন, গাজা জুড়ে বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে “ব্যাপক সংঘর্ষ” চলছে।
হামাসের দেওয়া তথ্য অনুসারে, গাজায় ইসারয়েলের ক্রমাগত হামলায় এখন পর্যন্ত ১৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাড়ে পাঁচ হাজারের বেশি শিশু এবং সাড়ে তিন হাজারের বেশি নারী।
সারাবাংলা/ইআ