Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতে ককটেল বিস্ফোরণ: মামলার প্রতিবেদন ৫ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৩ ১৭:৫১ | আপডেট: ২১ নভেম্বর ২০২৩ ১৯:২২

ঢাকা: ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৫ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২১ নভেম্বর) মামলাটির এজাহার আদালতে আসে। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত তা গ্রহণ করে মামলাটি তদন্ত করে কোতোয়ালি থানার সাব-ইন্সপেক্টর বিল্লাল হোসেন জনিকে আগামী ৫ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

গত ২০ নভেম্বর রাতেই কোতোয়ালি থানার সাব-ইন্সপেক্টর মুহাম্মদ কামরুল হোসেন বাদী হয়ে অজ্ঞানতামাদের আসামি করে এ মামলাটি দায়ের করেন।

জানা যায়, গত ২০ নভেম্বর বিকেল ৩টা ৫২ মিনিটে ককটেল বিস্ফোরণ ঘটায় অজ্ঞাতনামা নাশকতাকারীরা। উপস্থিত আইনজীবীদের ও আদালতে আসা বিচারপ্রার্থীদের জীবন ও সম্পত্তি বিপন্ন অথবা গুরুতর ক্ষতিসাধনের লক্ষ্যে ককটেল বিস্ফোরণ করে তারা। এতে আদালতে আসা বিচারপ্রার্থীসহ বিভিন্ন লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এবং আদালতের নিরাপত্তা হুমকির মুখে পড়াসহ আদালতের বিচার কার্যক্রম বিঘ্নিত হয়।

বিজ্ঞাপন

# আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

সারাবাংলা/এআই/এনইউ

আদালত ককটেল বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর