Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি অনিবার্য সফলতার দিকে ধাবিত হচ্ছে: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৩ ২০:১৭

ঢাকা: গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি অনিবার্য সফলতার দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে অনিবার্য সফলতার দিকে ধাবিত হচ্ছে বিএনপি। আমাদের চলমান শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন ও অংশগ্রহণে ফ্যাসিস্ট সরকার ভীত ও শংকিত। তাই আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করবার জন্য রাষ্ট্রযন্ত্রকে অপব্যবহার করে আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস ও সহিংসতা করছে।’

তিনি বলেন, ‘আমরা প্রতিটি সন্ত্রাসী ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তদন্তের দাবি জানাচ্ছি। আইন প্রয়োগকারী সংস্থার কতিপয় চিহ্নিত দলদাস সদস্য এবং ক্ষমতা কুক্ষিগত করে রাখা আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মীদের যৌথ ধ্বংসযজ্ঞ দেশ জুড়ে পরিলক্ষিত হচ্ছে। মূলত, নিপীড়ন-নির্যাতনের মাধ্যমে বিরোধী দলকে নির্মমভাবে দমন করবার জন্য নিজেরাই অগ্নিসন্ত্রাসের মাধ্যমে একটি পরিকল্পিত অরাজকতা সৃষ্টি করছে জনবিচ্ছিন্ন সরকার। তাদের উদ্দেশ্য হল, বিদ্যমান পরিস্থিতির ফায়দা লুটে বিএনপি তথা গণতন্ত্রের পক্ষের শক্তির ওপর হামলা-মামলা ও গণগ্রেফতার অব্যাহত রাখা।

রিজভী বলেন, ‘গোটা বাংলাদেশের মানুষ আজ ফ্যাসিবাদের নির্মম নিষ্পেষণে আতঙ্কিত ও ক্ষুব্ধ। ক্ষমতার মোহে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে মানুষ হত্যা করছে। সরকারি-বেসরকারি সম্পদ ধ্বংস করছে। তারা অগ্নিসংযোগের মাধ্যমে সর্বত্র ভীতিকর পরিবেশ তৈরি করছে। একের পর এক জীবন কেড়ে নিয়ে শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের আশ্রয় নিয়েছেন, তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর থেকে দুঃশাসনের নীলনকশা হিসেবে বিএনপির হাজার-হাজার বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে অসংখ্য মিথ্যা, বানোয়াট মামলা দায়ের করেছে পুলিশ। গত ৩ সপ্তাহে আমাদের ১৪ হাজারেরও বেশি নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। এসব মামলায় বিএনপির মহাসচিবসহ জাতীয় নেতাদের বিরুদ্ধে এমন সব অভিযোগ করা হয়েছে, যা দেশে-বিদেশে কোনো বিবেকবান মানুষ বিশ্বাস করেনি, করা সম্ভব নয়।’

‘পুলিশ হত্যা, বোমা বিস্ফোরণ, প্রধান বিচারপতির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার দায় বিএনপির ওপর চাপিয়ে আমাদের শান্তিপূর্ণ ধারাবাহিক কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করবার অপপ্রয়াসে লিপ্ত রয়েছে রাষ্ট্রযন্ত্র’— বলেন রিজভী।

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ রিজভী

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর