‘বিএনপির জেতার মতো নেতারা ভোটে আসবে, তারেকের গুলো না’
২১ নভেম্বর ২০২৩ ২২:১৬
ঢাকা: ‘বিএনপির জেতার মতো নেতারা ভোটে আসবে, তারেক রহমানের গুলো আসবে না’— এমনটিই মন্তব্য করেছেন বিএনপি পুনর্গঠনের উদ্যোক্তা কামরুল হাসান নাসিম।
মঙ্গলবার (২১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
কামরুল হাসান নাসিম বলেন, ‘বিদ্যামান সংবিধানের আলোকে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়ে ভোটের প্রস্তুতি নিচ্ছে। দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এটি নিঃসন্দেহে ভালো লক্ষণ। আগামী কয়েকদিনের মধ্যে হয়ত নির্বাচনমুখী হবে বাকি রাজনৈতিক দলগুলোও।’
এরইমধ্যে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের বেশ কয়েকজন নেতা এবং ধানের শীষ প্রতীকে বারবার নির্বাচিত সাবেক একাধিক সংসদ সদস্য স্বতন্ত্র প্ল্যাটফর্ম ও নতুন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতীকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। সময়ের ব্যবধানে এ তালিকায় আরও নতুন নতুন নাম যোগ হবে। আগামী ২৪/২৫ নভেম্বরের মধ্যে বিএনপির এক ঝাঁক নেতা ‘নির্বাচনের ট্রেন উঠে’ পড়বেন’— বলেন কামরুল হাসান নাসিম।
তিনি বলেন, ‘বিএনপি পুনর্গঠনের উদ্যোক্ততা হিসেবে আমার পরিষ্কার কথা- ভোটে জেতার মতো বিএনপি নেতারা নির্বাচনে যাবে। আর যাদের জেতার মতো অবস্থা নেই, তারাই কেবল তারেক রহমানের সঙ্গে থেকে যাবে। ভোটে জিতে আসা নেতারাই হবে আগামীতে বিএনপির নেতৃত্ব।’
কামরুল হাসান নাসিম বলেন, ‘তারেক রহমান নাকি অসহযোগ আন্দোলনের ডাক দেবে। কিন্তু এতে কোনো লাভ হবে না। তার অবরোধ-হরতাল কর্মসূচি যেমন ব্যর্থ হয়েছে। অসহযোগ আন্দোলনও তেমনি ব্যর্থ হবে। তারেক রহমানের অসযোগ আন্দোলনে চরমভাবে অসহযোগিতা করবে বাংলাদেশর জনগণ।’
সারাবাংলা/এজেড/একে