Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতের ঝটিকা মিছিল: ৭৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৩ ২৩:১১

গ্রেফতার জামায়াতের ৩ নেতা। ছবি: সারাবাংলা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে তফসিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সকালে ঝটিকা মিছিল ও সমাবেশ করার পর গ্রেফতার হয়েছেন জামায়াতে ইসলামীর তিন রোকন সদস্য। এ ঘটনায় নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৫ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে পুলিশ বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করে। পরে আটক তিনজনকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই তিনজন হলেন— জেলা জামায়াতের রোকন সদস্য নজরুল ইসলাম, সুলতান মাহমুদ ও আব্দুল কাদের।

বিজ্ঞাপন

সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস ও মামলার তদন্ত কর্মকর্তা শহরের ২ নম্বর পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) মো. সোহাগ এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ পরিদর্শক সুমন কুমার দাস বলেন, সকালে জামায়াতের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলেন। এরই অংশ হিসেবে তারা ঝটিকা মিছিল বের করেন। মিছিল শেষে তিনজনকে আটক করা হয়। দুপুরের দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মঙ্গলবার সকাল ৭টার দিকে শহরের এসবি ফজলুল হক রোডে ঝটিকা মিছিল ও সংক্ষিপ্ত সভা করে জামায়াতে ইসলামী। পাঁচ মিনিটের মধ্যে মিছিল ও সমাবেশ শেষে পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন জামায়াতের নেতাকর্মীরা।

সারাবাংলা/টিআর

গ্রেফতার জামায়াতে ইসলামী ঝটিকা মিছিল সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর