নকল মোবাইল জব্দ করতে রাজধানীতে অভিযান
১৯ মে ২০১৮ ১২:৩৩ | আপডেট: ১৯ মে ২০১৮ ১২:৪১
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীতে নকল ও শুল্ক ফাঁকি দেওয়া মোবাইল সেট জব্দে শুল্ক গোয়েন্দারা একই সাথে তিন জায়গায় অভিযান চালাচ্ছে। শনিবার (১৯ মে) দুপুর ১২টায় রাজধানীর মহাখালী, উত্তরা ও বসুন্ধরা শপিং মলে এই অভিযান শুরু হয়।
অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন কাস্টমস ইন্টিলিজেন্সের মহাপরিচালক মো. সহিদুর রহমান। বসুন্ধরা শপিং মলে অভিযানের নেতৃত্ব দিচ্ছেন এডিজি জিয়াউর রহমান, মহাখালীতে ডিডি হাবীবুর রহমান ও উত্তরায় ডিডি লুৎফুল কবির।
অভিযানে এরইমধ্যে বসুন্ধরা শপিং মলে আইফোন ও স্যামসাংয়ের শো রুমে শুল্ক ফাঁকি দেওয়া মোবাইল পেয়েছে। আর মহাখালীতে একটি নকল মোবাইল কারখানা আবিস্কার করেছে। উত্তরার খবর এখনও জানা যায়নি।
সারাবাংলা/ইউজে/এমও