লেবাননে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিকসহ নিহত ৮
২২ নভেম্বর ২০২৩ ১১:০০
দক্ষিণ লেবাননে পৃথক ইসরায়েলি হামলায় আল-মায়াদিন টেলিভিশনের দুই সাংবাদিকসহ আটজন নিহত হয়েছেন।
রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (২১ নভেম্বর) লেবাননের রাষ্ট্রীয় মিডিয়া সূত্রে জানা গেছে, আল-মায়াদিন চ্যানেলের একদল সাংবাদিকের ওপর বোমা ও গুলিবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী। এ সময় দুই সাংবাদিক এবং হামাসের একজন সিনিয়র কর্মকর্তাসহ আটজন নিহত হয়েছেন।
আলআরাবিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, হামলায় নিহত দুই সাংবাদিকের মধ্যে একজন প্রতিবেদক ফারাহ উমার এবং অপরজন ক্যামেরাপারসন রবিউল মামারি।
আল-মায়াদিন টিভির পরিচালক ঘাসান বিন জিদ্দোর বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে, দুই সাংবাদিকের সঙ্গে হামাসের একজন সিনিয়র কর্মকর্তা নিহত হয়েছেন।
ঘাসান বিন জিদ্দো নিহত সিনিয়র কর্মকর্তা চ্যানেলের একজন ‘অবদানকারী’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘এটি ভাগ্যক্রমে হয়নি, এটি সরাসরি আক্রমণ ছিল।’
এর আগে, দক্ষিণ লেবাননেও ইসরাইল বাহিনীর হামলায় এক লেবাননি সাংবাদিক নিহত হয়েছিলেন। সবমিলিয়ে গাজা ও দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৬০ জনের বেশি সাংবাদিক প্রাণ হারিয়েছেন।
সারাবাংলা/ইআ