গাইবান্ধা: গাইবান্ধায় ১৬৯২ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব-১৩। যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা। গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার খামার কামারজানি এলাকা থেকে এসব মদ উদ্ধার করা হয়।
এসময় দুই মাদক ব্যবসায়ী পালিয়ে গেছে। তারা হলেন- ওই এলাকার জাহিদুল ইসলাম (৩৬) এবং ফারুক মিয়া (৩৫)।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মাহমুদ বশির আহমেদ জানান, পলাতক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্ধার করা বিদেশি মদ গাইবান্ধা সদর থানায় হন্তান্তর করা হয়েছে।