Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসির প্রতিশ্রুতিতে আস্থা, ৩০০ আসনেই প্রার্থী দেবে জাপা

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৩ ১৭:২১

বনানী কার্যালয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। ছবি: সারাবাংলা

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিতে আস্থা রাখছে একাদশ জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। সেই আস্থার ওপর ভর করেই দলটি ৩০০ আসনে প্রার্থী দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে।

পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ব্রিফিংয়ে বলেন, ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট মহল আমাদের আশ্বস্ত করেছে। তাদের প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে— পার্টি চেয়ারম্যানের নির্দেশে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করছি।

বুধবার (২২ নভেম্বর) বিকেল সোয়া ৩টায় বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে মহাসচিব মুজিবুল হক চুন্নু এ ঘোষণা দেন।

মুজিবুল হক চুন্নু বলেন, জাতীয় সাংসদ নির্বাচন সামনে রেখে আমরা আমাদের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছি। কিন্তু আমরা নির্বাচনে যাব কি যাব না, তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আমরা সবসময় বলেছি, আমরা একটি আস্থার পরিবেশ চাই, যেখানে ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব মাধ্যম থেকে আমরা আশ্বস্ত হয়েছি, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চুন্নু বলেন, জাতীয় পার্টি কোনো জোটে যাবে না, ৩০০ আসনেই নির্বাচন করবে। দুপুর পর্যন্ত আমাদের প্রায় ১৪০০ মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। প্রায় প্রত্যেক আসনের জন্যই একাধিক আগ্রহী প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন। আমরা আমাদের ঘোষণা অনুযায়ী এককভাবেই নির্বাচন করব। আমরা কারও সঙ্গে আসনের সমঝোতায় যাব না।

জাতীয় পার্টির মহাসচিব আরও বলেন, জাতীয় পার্টি স্বচ্ছ রাজনীতি করে। জাতীয় পার্টির বিরুদ্ধে দুর্নীতির অপবাদ নেই। গত ৩৩ বছর দেশের মানুষ আমাদের শান্তিপ্রিয় রাজনীতি পছন্দ করেছে। আমরা আশা করছি, ৩০০ আসনেই আমরা শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

জাতীয় পার্টি জাতীয়-নির্বাচন সংসদ নির্বাচন


বিজ্ঞাপন
সর্বশেষ

এখনো সালমানকে মিস করেন মৌসুমী
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৩

সম্পর্কিত খবর