রাষ্ট্রপতির এপিএস হলেন হায়দার মোহাম্মদ জিতু
২২ নভেম্বর ২০২৩ ২১:০৩
ঢাকা: রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন হায়দার মোহাম্মদ জিতু।
বুধবার (২২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে জানানো হয়, হায়দার মোহাম্মদ জিতুকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতন স্কেলে (৯ম গ্রেডে) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো।
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক এ নেতার পরিচয় সম্পর্কে প্রজ্ঞাপনে জানানো হয়, হায়দার মোহাম্মদ জিতুর বাবার নাম সিরাজুল ইসলাম সিরাজ আর মায়ের নাম সৈয়দা মনিরা বেগম। বাসা রংপুরের সাতমাথায়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, রাষ্ট্রপতি যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা হায়দার মোহাম্মদ জিতুকে সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
এর আগে ৬ আগস্ট মোহাম্মদ সাগর হোসেনকে রাষ্ট্রপতির এপিএস হিসেবে মোহাম্মদ সাগর হোসেনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। ২২ দিন পর গত ২৭ আগস্ট সেই প্রজ্ঞাপন বাতিল করা হয়।
সারাবাংলা/এনআর/এনইউ