Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৈয়দ ইবরাহিমের স্থালাভিষিক্ত হলেন সেলিম

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৩ ২৩:২২ | আপডেট: ২২ নভেম্বর ২০২৩ ২৩:২৮

ঢাকা: ১২ দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক আলাদা জোট গঠন করায় তার স্থালাভিষিক্ত হয়েছেন জোটের আরেক শরিক বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘জোটের এক জরুরি সভায় ১২ দলীয় জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শাহাদাত হোসেন সেলিমকে। জোট গঠনের সময় থেকে এ পদে দায়িত্ব পালন করে আসছিলেন মেজর জেনারেল (অ.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।’

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ১২ দলীয় জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ‘যুক্তফ্রন্ট’ নামে নতুন রাজনৈতিক জোট করেছেন সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। বুধবার (২২ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের নাম ঘোষণার পাশাপাশি বিদ্যামান সংবিধানের আলোকে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন তিনি।

সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সঙ্গে আরও কয়েকটি দল যুক্তফ্রন্টে যোগ দিয়েছে, যারা সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করে আসছিল।

সারাবাংলা/এজেড/টিআর

১২ দলীয় জোট টপ নিউজ বিএনপি নেতৃত্বাধীন জোট বিএলডিপি শাহাদত হোসেন সেলিম সৈয়দ মুহাম্মদ ইবরাহিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর