Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিপুণের নেতৃত্বে বিএনপির মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৩ ১০:০২

ঢাকা: গত ২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশের পর আত্মগোপনে চলে যাওয়া ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী রাজপথে ফিরেছেন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভোরে নটরডেম কলেজের সামনে থেকে বের হওয়া একটি মিছিলে নেতৃত্ব দিয়েছেন তিনি। মিছিলটি শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের এই পুত্রবধূর নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকা জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী মিছিলে অংশ নেন।

সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে গত ২৯ অক্টোবর থেকে হরতাল এবং দফায় দফায় অবরোধ চালিয়ে যাচ্ছে বিএনপি। কিন্তু, তাদের এই আন্দোলন কর্মসূচিকে মোটের ওপর পাত্তা দিচ্ছে না সরকার। বিএনপির হরতাল-অবরোধের মধ্যেই ঘোষণা করা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এরইমধ্যে দলের আগ্রহী প্রার্থীদের মধ্যে দলীয় ফরম বিক্রি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টি এবং ১৪ দলীয় জোটে থাকা শরিকদল।

এছাড়া জোটের বাইরে থাকা বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), বাংলাদেশ বিকল্পধারা, বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ), ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাকের পার্টিসহ ইসিতে নিবন্ধিত অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে।

সারাবাংলা/এজেড/ইআ

টপ নিউজ নিপুণ রায় চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর