Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৩ ১৩:২৯ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৩ ১৫:১২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ নভেম্বর) ভোরে উপজেলার ভাটিয়ারি-বন্দর সংযোগ সড়কের অদূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।

হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ সারাবাংলাকে বলেন, ট্রাকটি সড়কের পাশে দাঁড়ানো ছিল। চালক কাছেই দাঁড়ানো ছিল। ভোরে কয়েকজন মুখোশ পরা যুবক এসে ট্রাকে আগুন দেয় বলে চালক জানিয়েছে। যাবার সময় তারা ট্রাকের সামনের কাচ ভাঙচুর করে।

বিজ্ঞাপন

আগুনে ট্রাকটি আংশিক পুড়ে গেছে জানিয়ে ওসি বলেন, আমরা ঘটনাস্থলে আছি। কে বা কারা ট্রাকে আগুন দিয়েছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিএনপির কয়েক দফায় ডাকা অবরোধের মধ্যে চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে গাড়িতে আগুন দেওয়ার ঘটছে। তবে বিএনপি এসব ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা অস্বীকার করে আসছে।

সারাবাংলা/আরডি/এনইউ

আগুন টপ নিউজ ট্রাক মহাসড়ক সীতাকুণ্ড

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর