Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাষ্ট্রীয় অর্থ লুট করে দলছুটদের দিয়ে নতুন দল বানাচ্ছে সরকার’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৩ ১৯:৫০

ঢাকা: ‘রাষ্ট্রীয় অর্থ লুট করে দদলছুটদের দিয়ে সরকার নতুন দল বানাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘জনপ্রিয় রাজনৈতিক দল কখনও অন্য কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ভাগিয়ে নেয় না। এই কাজটা করে গ্রাম্য মোড়ল, গ্রাম্য টাউট ও বাজে লোকেরা। তারা অন্য মানুষের বাড়ি থেকে লোক ভাগিয়ে নেয়। সেই কাজ এখন শেখ হাসিনা করছেন।’

‘এরশাদের সময় আমরা দেখেছি, অন্য দলের লোক নিয়ে দল গঠন করেছে, সরকার গঠন করেছে। শেখ হাসিনাও এখন ওইটা অনুকরণ করছেন, অনুসরণ করছেন’- বলেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘বিএনপি এবং সমমনা দলগুলোর থেকে লোক ভাগানোর জন্য তিনি (শেখ হাসিনা) তার গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন এবং তারা সেই কাজটি করছে। নানা প্রলোভন দেখিয়ে নতুন দলের একেকটা অদ্ভূত অদ্ভূত নাম দিয়ে তাদের নিয়ে যাচ্ছেন এবং নমিনেশনে তাদের জেতানো হবে অথবা টাকা-পয়সার লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।’

রিজভী বলেন, ‘গণমাধ্যমের মাধ্যমে আমরা জেনেছি যে, র‌্যাবের জন্য সারা দেশে ৪২৮টি কেন্দ্র বানানো হচ্ছে। এদের কাজ কী? সুষ্ঠু নির্বাচনের জন্য একটি গণতান্ত্রিক দেশে আইনশৃঙ্খলা বাহিনীকে এভাবে নিয়োগ করা হয়, তাদের দিয়ে সারাদেশে একেকটি কেন্দ্র বানানো হয়, সেখান থেকে তারা কী করবে? তারা দেখবে কোনোভাবে যেন জনবিস্ফোরণ না ঘটে।’

রিজভী বলেন, ‘সামনে একতরফা নির্বাচনের যে মাস্টারপ্ল্যান শেখ হাসিনা করেছেন, সেই মাস্টারপ্ল্যানকে বাস্তবায়ন করার জন্য নেতা-কর্মীদের বেপরোয়াভাবে গ্রেফতার করছে, যে গ্রেফতারি অভিযান চলছে বৈশাখী ঝড়ের মতো সেই অভিযানটা তারা অব্যাহত রাখবে। সেই কারণেই আজকে র‌্যাবের ৪২৮টি কেন্দ্র করা হয়েছে সারা দেশে।’

বিজ্ঞাপন

র‌্যাব কর্তৃক বিএনপি সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর গ্রেফতার হওয়ার ঘটনা তুলে ধরে তিনি বলেন, ‘একজন অভিজ্ঞ সিনিয়র চিকিৎসক তিনি। তাকে গ্রেফতারের যে দৃশ্য এটাই হচ্ছে বিস্ময়কর। বাংলাদেশে এরা যদি আরও কিছু দিন টিকে থাকে, তাহলে কোনো ভদ্রলোক বাংলাদেশে বাস করতে পারবে না।’

সারাবাংলা/এজেড/এমও

দলছুট নতুন দল রাষ্ট্রীয় অর্থ রুহুল কবির রিজভী লুট সরকার

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর