বগুড়া থেকে অবরোধেও চলবে দূরপাল্লার বাস
২৫ নভেম্বর ২০২৩ ২৩:৪৬
বগুড়া: বিএনপি ও সমমনাদের অবরোধ কর্মসূচিতে দূরপাল্লার বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে বগুড়ার পরিবহন মালিকরা। রোববার (২৬ নভেম্বর) থেকেই শ্রমিকরা বাস নিয়ে রাস্তায় বের হবে। শনিবার (২৫ নভেম্বর) দুপুরে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বগুড়া বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি তৌফিক হাসান ময়না জানান, সন্ধ্যার পর থেকে দূরপাল্লার বাসগুলোর টিকিট কাউন্টার থেকে বিক্রি শুরু হবে। রোববার দূরপাল্লার বাসসহ বগুড়া থেকে সবরুটের সবধরনের বাস চলাচল করবে। পরিবহন চলাচলে সমস্যা পর্যবেক্ষণে প্রশাসন ও পরিবহন মালিক-শ্রমিকদের সমন্বয়ে একটি কমিটিও গঠন হয়েছে।
বগুড়া মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু জানান, অবরোধের শিকার হচ্ছে পরিবহন শ্রমিকরা। শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই তারা দূরপাল্লার বাসসহ সবধরনের বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
বগুড়া পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজ পদে পদন্নোতি প্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠকে সবধরনের বাস চলাচলের সিদ্ধান্ত হয়েছে। পুলিশ পরিবহন মালিক-শ্রমিকদের নিরাপত্তায় সব ব্যবস্থা নিয়েছে।
এদিকে, সন্ধ্যায় বিভিন্ন বাস কাউন্টারে খোঁজ নিয়ে জানা গেছে, কয়েকটি বাস কাউন্টার রোববারের বাসের টিকিট বিক্রি করছে। এ ব্যাপারে বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি জানান, তারা প্রতি কাউন্টারে গিয়ে রাতে টিকিট বিক্রির বিষয়টি মনিটরিং করেছেন।
সারাবাংলা/পিটিএম