খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালী রিমান্ডে
২৬ নভেম্বর ২০২৩ ১৫:৩৯
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানার নাশকতার এক মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালীসহ তিন জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৬ নভেম্বর) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন মাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত এই রিমান্ডের আদেশ দেন।
রিমান্ড যাওয়া অপর দুই আসামি হলেন, মো. রিয়াজ হোসেন এবং মো. উজ্জল মিয়া।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই অনিক ভক্ত আসামিদের আদালতে হাজির করে জিজ্ঞেসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেন।
এসময় আসামিপক্ষের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ, শাকিল আহমেদ রিপনসহ আরও অনেকেই রিমান্ড বাতিল চেয়ে জামিনের শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এই জামিনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২১ নভেম্বর দুপুর ২টার দিকে মোহাম্মদপুর থেকে আতাউর রহমান ঢালীকে গ্রেফতার করা হয়েছিল।
সারাবাংলা/এআই/এমও