চিত্রনায়ক ফেরদৌস আওয়ামী লীগের বিভিন্ন সভা সমাবেশে নিয়মিত অংশ নিচ্ছিলেন। গেল ‘ঢাকা ১৭’ আসনের উপনির্বাচনে নির্বাচনে মনোনয়ন চেয়েও পাননি এ তারকা। তবে এবার আর এ কপাল পুড়েনি। ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ আসন ঢাকা-১০ (ধানমন্ডি-নিউমার্কেট) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য দলটির মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।
মনোনয়ন ঘোষণার আগে জল্পনা ছিল ফেরদৌস যশোরের কোনো আসন কিংবা ঢাকা-১৭, কুমিল্লা-১ আসন থেকে নির্বাচন করতে চান। তবে সকল জল্পনাকে মিথ্যে প্রমাণ করে তিনি ‘ঢাকা-১০’ থেকে মনোনয়ন পেলেন।