নরসিংদীতে ৪ প্রার্থী অপরিবর্তিত, নতুন মুখ ফজলে রাব্বী
২৬ নভেম্বর ২০২৩ ২১:৪৮
নরসিংদী: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটি আসনেই প্রার্থীতা অপরিবর্তিত রেখেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
এর মধ্যে নরসিংদী-৩ শিবপুর আসনে প্রার্থিতা পরিবর্তন করে দলীয় প্রার্থী করা হয়েছে শিবপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফজলে রাব্বাী খানকে। তিনি সন্ত্রাসীদের হাতে নিহত প্রয়াত সংসদ সদস্য রবিউল আউয়াল খান কিরনের ছেলে এবং সদ্য হত্যাকাণ্ডের শিকার হওয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ খানের ভাতিজা। এর ফলে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হলেন ২০০৮ এবং ২০১৮ সালের নির্বাচনে দলীয় নৌকার প্রার্থী হিসেবে জয় লাভ করা বর্তমান সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন।
এ ছাড়া নরসিংদী সদরে বর্তমান সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. কর্ণেল (অব.) নজরুল ইসলাম (বীর প্রতীক), নরসিংদী-২ পলাশে বর্তমান সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী-৪ মনোহরদী-বেলাব আসনে বর্তমান সংসদ সদস্য ও শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, নরসিংদী-৫ আসনে সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু অপরিবর্তিত রয়েছেন।
সারাবাংলা/একে