Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৭০.৪৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৩ ২১:০৪

ময়মনসিংহ: ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় ৭০ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-ফাইভ পেয়েছে তিন হাজার ২৪৪ জন। গত বছর এই বোর্ডে পাসের হার ছিল শতকরা ৮০ দশমিক ৩২ শতাংশ। এবার গত বছরের চেয়ে ৯ দশমিক ৮৮ শতাংশ কম পাস করেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল।

এই বোর্ডে এবার প্রথম হয়েছে ময়মনসিংহ নগরীর শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ। ফলাফল ঘোষণার পর এই কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উল্লাসে মেতে ওঠে। এই কলেজ থেকে এক হাজার ২৪৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করে এক হাজার ২২৫ জন। এরমধ্যে জিপি-ফাইভ পেয়েছেন ৫৪৪ জন। পাসের হার ৯৮ দশমিক ৫৫ শতাংশ।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় ৭৭ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। পাস করেছে ৪৯ হাজার ১৩২ জন। ফেল করেছে ২৮ হাজার ৩২৫ জন শিক্ষার্থী।

সারাবাংলা/একে

পাসের হার ময়মনসিংহ শিক্ষা বোর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর