Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্নুজান সুফিয়ান মনোনয়ন না পাওয়ায় সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৩ ২২:০২

খুলনা: খুলনা-৩ আসনের বর্তমান এমপি ও শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান মনোনয়ন বঞ্চিত হওয়ায় সড়ক অবরোধ করেছে তার সমর্থকরা।

রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের রেলিগেটে প্রতিমন্ত্রীর বাস ভবনের সামনের সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তারা। সড়কে নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকে পরে। সড়কে অবস্থান নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নেতাকর্মীদের সরিয়ে নেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছেও নেতা কর্মীদের সড়ক থেকে সরিয়ে দিতে ব্যর্থ হয়।

বিজ্ঞাপন

এদিকে সন্ধ্যার পর রেলিগেট এলাকায় শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান ও মনোনয়ন পাওয়া এস এম কামাল হোসেনের সমর্থকদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন আহত হয়।

খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত মনোনয়ন যারা মানেন না, তারা দলের কেউ না।’

খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান জানান, সন্ধ্যায় ফুলবাড়ি গেট এলাকায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সারাবাংলা/একে

আওয়ামী লীগ টপ নিউজ মনোনয়ন মুন্নুজান সুফিয়ান

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর