Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় হিজবুত তাহরীর ৪ সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৩ ২২:২৫

খুলনা: নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর খুলনা অঞ্চলের প্রধানসহ চার সদস্যকে নগরীর খানজাহান নগর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন হিজবুত তাহরীর খুলনা অঞ্চলের প্রধান আনিসুর রহমান রুহুল আমিন রকি (৩৬), সদস্য মো. শাকিল আহম্মেদ (২৬), রিজভী আজিম খান (২৭) ও মেহেদী হোসেন সালিত (২৪)।

রোববার (২৬ নভেম্বর) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হেডকোয়ার্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক।

সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, ‘খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার দিবাগত রাতে নগরীর হরিণটানা থানাধীন খানজাহান নগর এলাকা থেকে হিজবুত তাহরীর খুলনা অঞ্চলের প্রধান আনিসুর রহমানসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবfইল ফোন, পেনড্রাইভ, উগ্রপন্থি বই উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতারকৃতরা দীর্ঘদিন খুলনা অঞ্চলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তহারীরের নীতি আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছিল। তারা জুমসহ বিভিন্ন অ্যাপস্ এবং প্রটেকটিভ টেক্সটের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের জন্য সদস্য সংগ্রহ ও জঙ্গিবাদের দীক্ষা প্রদান কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে হরিণটানা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।’

সারাবাংলা/একে

আটক জঙ্গি হিজবুত তাহরীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর