অবরোধ সমর্থনে মানিকগঞ্জের বিভিন্ন সড়কে বিএনপির মিছিল
২৭ নভেম্বর ২০২৩ ১১:২৭
মানিকগঞ্জ: সরকারের পদত্যাগ ও তফসিল বাতিলের দাবিতে ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান, সাটুরিয়া ও দৌলতপুর সড়কে বিক্ষোভ মিছিল করছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কে ঝটিকা মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা।
এছাড়া টায়ার জ্বালিয়ে মানিকগঞ্জ-টাংগাইল আঞ্চলিক সড়কের সাটুরিয়ার দরগ্রাম বাজার এলাকায় পিকেটিং করা হয়েছে। সাটুরিয়াতে অবরোধের সমর্থনে মিছিল করে মহিলা দলের নেতাকর্মীরা।
জেলা শহরের বান্দুটিয়া ও মানিকগঞ্জ-দৌলতপুর সড়কে মিছিল করে বিএনপির ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
জেলা বিএনপির দফতর সম্পাদক অ্যাডভোকেট আরিফ হোসেন লিটন বলেন, ‘সরকারের পদত্যাগ ও অবৈধ তফসিল বাতিলের দাবিতে আমরা মানিকগঞ্জে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করছি। সরকার পতন এবং অবৈধ তফসিল বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবেন।’
এদিকে, অবরোধের দ্বিতীয় দিনেও ঢাকা-আরিচা মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলতে দেখা যায়নি। তবে মহাসড়কে সীমিত পরিসরে চলছে লোকাল বাস।
সারাবাংলা/আরএ/এমও